২৩শে মে, ২০২৫ ইং, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

দুই বাচ্চা নিয়ে সুইসাইড করি; খুশি হবেন তো আপনারা?

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষায় জালিয়াতির কারণে সমালোচনায় থাকা নরসিংদীর সংরক্ষিত আসনের সংসদ সদ্য তামান্না নুসরাত বুবলী দুই সন্তানকে নিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন। হলফনামা অনুযায়ী, বুবলী এইচএসসি পাস। নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নিতে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ কোর্সে ভর্তি হন। তিনি ঢাকায় অবস্থান করলেও তাঁর হয়ে নরসিংদীতে বিএ পরীক্ষা দেন আটজন প্রক্সি পরীক্ষার্থী। এ ঘটনায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বুবলীকে বহিষ্কার করা হয়। পাশাপাশি দল থেকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ।
নরসিংদীর প্রয়াত মেয়র লোকমান হোসেনের সহধর্মিণী বুবলী গতকাল ফেসবুকে লেখেন, ‘যুদ্ধ জয় কি জিনিস জানতাম না তবে ছুটতে হবে উপায় নাই।…আপনাদের (সাংবাদিক) অনেক লেখা আমার চোখে পড়ে, যারা আফসোস করতেন, আজ তারা টেনে হিঁচড়ে সংসদ থেকে নামাতে মরিয়া হয়ে লিখছেন। ব্যক্তিগত জীবনে চাওয়া-পাওয়ার হিসেব রাখিনি; নরসিংদীবাসিকে ভালোবেসেছি, কিছু অপশক্তি পেছনে লেগেছে। কত কিছু ঘটনা দেশে ঘটে, এত লেখালেখি কেউ করে না। আপনারা এটা নিয়ে এমনভাবে লিখছেন যেনো আমার জন্য ৫০ জীবন শেষ হয়ে গেছে, লুটপাট হয়েছে, সর্বনাশ হয়েছে অনেকের। আমার যদি কিছু হয়, দুই বাচ্চা নিয়ে সুইসাইড করি; খুশি হবেন তো আপনারা? ঠিকাছে আপনাদের খুশি আমার খুশি, ভালো থাকুক আমার সাংবাদিক ভাইগণেরা, আল্লাহ্? ভালো রাখুক আপনাদের।’

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ