সর্বশেষ সংবাদ
জামি রহমান: দেশের প্রাচীনতম সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘর। রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী মহানগরের কেন্দ্রস্থল হেতেম খাঁ-তে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম জাদুঘর। প্রত্নতত্ত্ব সংগ্রহের দিক থেকে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সংগ্রহশালা। বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠায় নাটোরের দিঘাপাতিয়া রাজপরিবারের জমিদার শরৎ কুমার রায়, আইনজীবী অক্ষয়কুমার মৈত্রেয় এবং রাজশাহী কলেজিয়েট স্কুল এর শিক্ষক রামপ্রসাদ চন্দ্রের উল্লেখযোগ্য আবদান রয়েছে।[৪] ১৯১০ খ্রিষ্টাব্দে তারা বাংলার ঐতিহ্য ও নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের জন্য বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন করেন। ঐ বছরে তারা রাজশাহীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে ৩২টি দুষ্প্রাপ্য নিদর্শন সংগ্রহ করেন। এই নিদর্শনগুলো সংরক্ষণ করার জন্য শরৎ কুমার রায়ের দান করা জমিতে জাদুঘরটির নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ শেষ হয় ১৯১৩ খ্রিষ্টাব্দে।
একই বছরের ১৩ নভেম্বর বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন।২০১০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত জাদুঘরের পূর্ণাঙ্গ এক প্রতিবেদনে জাদুঘরের বেশ কিছু প্রত্নসম্পদ হারানোর বিষয় উঠে আসে। জাদুঘরের সাবেক পরিচালক অধ্যাপক সুলতান আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ওই ইনভেন্টরি তৈরি করেন। এতে ১৯১০ থেকে ২০১০ সাল পর্যন্ত একশো বছরে সংগৃহীত ও হারানো প্রত্নসম্পদের তথ্য প্রকাশিত হয়।
ইনভেন্টরি প্রতিবেদনে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে ২০১০ সাল পর্যন্ত সময়ে হারিয়ে গেছে ১৮৫টি প্রত্নসামগ্রীসহ প্রায় তিন হাজার দুর্লভ বস্তু। জাদুঘরে নিবন্ধিত নানা ধরনের প্রত্নসামগ্রীর ১৮৫টির কোনো হদিসই নেই। হারিয়ে যাওয়া প্রত্নসামগ্রীর মধ্যে রয়েছে দু’টি ব্রোঞ্জ, দু’টি কপার, দু’টি লিনেন, একটি ব্রাশ, দু’টি সিলভার, একটি ক্রিস্টাল, ৪৭টি বিভিন্ন ধরনের পাথর, ১০১টি টেরাকোটা, ১৩টি কাগজ এবং দুটি প্রাণীর চামড়া। এছাড়া পাঁচ হাজার ৯৭১টি নিবন্ধিত মুদ্রার মধ্যে ৩৩টি এবং ১৩ হাজার ৯৩৩টি গ্রন্থের মধ্যে ৮৫টি পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না (পুস্তক, পুস্তিকা, গ্রন্থ, জার্নাল ইত্যাদি) তিন হাজার ৫২টি প্রকাশনা।
বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উঠলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি উঠে। কিন্তু এর পর তা আর বেশিদুর এগোইনি। এনিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানান, এটি নিয়ে আর বেশি না এগিয়ে আগামী দিনে জাদুঘরের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন তারা। কিন্তু এই বাড়তি নিরাপত্তা বা নিরাপত্তা নিশ্চিত করার মত কোন পরিবর্তন চোখে পড়েনা। নামমাত্র কয়েকজন আনসার সদস্য লাঠি নিয়েই নিরাপত্তা নিশ্চিত করেন। জাদুঘর কর্তৃপক্ষ বলছেন, নিরাপত্তার জন্য অস্ত্রসহ পাহারাদার দরকার। কিন্তু তারা তা পাচ্ছেননা।
রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের তথ্য মতে, নিরাপত্তার জন্য মোট ১০ জন আনসার সদস্য এখানে দায়িত্ব পালন করেন। তারা পালা করে ৩ জন করে ভাগাভাগি পাহারা দেয়। আনসার সদস্যদের অস্ত্র বলতে রয়েছে একটি করে লাঠি।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, জাদুঘরের নিরাপত্তার বিষয়টি খুবই উপেক্ষিত। এমনকি জাদুঘরের গেট বন্ধ থাকা অবস্থাতেও অনেকেই গেট টপকে ভেতরে প্রবেশ করে। কাউকে বাধা দিতেও দেখা যায়না। এছাড়া মূল ভবনের পাশেই রয়েছে বাসাবাড়ি। এসব বাড়ি থেকে কুব সহজেই প্রাচির টপকে ভেতরে প্রবেশ করা যায়।
নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আবু সাইদ বললেন, এখানে আমি দুই মাস আগে এসেছি। লাঠি হাতে দায়িত্ব পালন করি। হাতে কোন অস্ত্র নেই। কিছু করার থাকে না। ডিউটি করতেই হয়। অন্ত্র থাকলে তো ভালো হয়। নেই তো কিছু করার নেই। ঝুঁকি নিয়েই কাজ করতে হয়।
নিরাপত্তার বিষয়ে রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসার আলী রেজা মোঃ আব্দুল মজিদ বলেন, এটি আমাদের জাতীয় সম্পদ। এটি রক্ষার জন্য আমাদের আরো নিরাপত্তার প্রয়োজন। পাশাপাশি আমাদের অন্ত্রসহ প্রহরীর দরকার। এর আগেও আমরা অস্ত্রসহ প্রহরীর জন্য অবেদন করি। তবে সেটি না পেয়ে এখন এভাবেই কর্যাক্রম চলছে। এছাড়া সিসি ক্যামেরা ও স্ক্যানিং মেশিন বসানোর উদ্যোগ নেয়া হচ্ছে।
তবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা মনে করেননা এটির আর বেশি তেমন নিরাপত্তার দরকার আছে। এ বিষয়ে তাকে ফোন করা হলে বলেন, এ বিষয়ে জাদুঘর পরিচালকের সাথে কথা বলেন। তবে, জাদুঘরের নিরাপত্তা নিয়ে প্রয়োজনে আরো ভাবা হবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।