২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

গোয়াইনঘাটে জমি বিরোধে বৃদ্ধ খুন

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে শ্বাসরোধে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম সিরাজ উদ্দিন (৭০)। তিনি উপজেলার ৪ নং লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া হাওড় গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে। আজ সকাল ৭ ঘটিকায় লেংগুড়া হাওড় গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, একই গ্রামের মকবুল আলীর সঙ্গে ক্ষেতের আইল নিয়ে সিরাজ উদ্দিনের বিরোধ হয়। এর জের ধরে আজ রোববার সকাল ৭ টায় বাড়ির সামনে মকবুল আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় মকবুল আলী নিহত সিরাজের গলা চেপে ধরলে শ্বাসরুদ্ধ হয়ে মাটিতে পড়ে যান সিরাজ উদ্দিন।
তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে চিকিৎসার জন্য একই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে ঘটনার সঙ্গে জড়িত মকবুল আলীকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ