২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

তানোরে মাঠে মাঠে বোরো ধানে ব্লাস্ট, দিশেহারা কৃষক! মাদারল‍্যান্ড নিউজ


তানোর প্রতিনিধি:
রাজশাহী তানোর উপজেলার বিভিন্ন ধানের মাঠে দেখা দিয়েছে ব্লাস্ট(গোল পচা) রোগ।দুর থেকে ক্ষেত দেখলে মনে হবে ধান পেকে কাটার সময় হয়েছে। কিন্তু তা নয় ধানে ছত্রাক আর মাজরাপোকার আক্রমণে এ অবস্থা। এ রোগে রাজশাহীর তানোর উপজেলার মাঠের পর মাঠ আক্রান্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।

কৃষি বিভাগ বলেছে, এটা ধানের নেক ব্লাস্ট( গোল পচা)  রোগ। এ বিভাগের কৃষি কর্মকর্তারা বলেছেন,দিনে মেঘাচ্ছন্ন আকাশ ও ভ্যাপসা গরম, রাতের ঠাণ্ডা আবহাওয়া ও কুয়াশার কারনে নেক ব্লাস্ট রোগের প্রার্দুভাব হয়েছে। এবং কৃষকদের সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগ ও সচেতন হওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে।
তবে এটাকে ব্যাপক আক্রমণ বলা যাবে না,কারণ উপজেলার খুব বেশি ধান ক্ষেতের ক্ষতি করতে পারনি বলে জানিয়েছেন কৃষি বিভাগ। তবে এই রোগ যাতে আর বেশি ছড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ।

কৃষকদের অভিযোগ ভেজাল কীটনাশকে সয়লাব হয়ে গেছে বাজার। এ কারনে দফায় দফায় বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রয়োগ করেও সুফল মিলছে না। পাকার আগ মুহূর্তে এভাবে ধানক্ষেত নষ্ট হওয়ায় শঙ্কিত তারা। একই সঙ্গে ফলন বিপর্যয়েরও আশঙ্কা দেখা দিয়েছে।

প্রকাশিত: মাদারল‍্যান্ড ডেস্ক

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ