২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

নওগাঁর মান্দায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত:মাদারল‍্যান্ড নিউজ

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মান্দা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গত সোমবার এবং মঙ্গলবার দুইদিনব্যাপী মান্দা থানা অাদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন (পিপিএম), রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম, জেলা রিটানিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক,মান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান,থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন প্রমুখ।

অাসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠ এবং নিরপেক্ষ করার লক্ষে
দু’দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মান্দা উপজেলা রিটার্নিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন।#

১২-০৩-১৯ ইং

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ