সর্বশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোরে প্রেমের খপ্পরে পড়ে নিখোঁজ হওয়া প্রেমিক যুবককে হত্যার ২০দিন পর বাড়ির পার্শ্বের পূর্ব দিকের শিব নদীর কচুরী পানার নিচ থেকে বস্তাবন্দী মাথা বিচ্ছিন্ন অবস্থায় গলীত লাশ উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। এঘটনায় প্রেমিকার বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর পৌর এলাকার কালিগঞ্জ হাবিবনগর পালপাড়া গ্রামে।
শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা দুর্গন্ধের সূত্র ধরে লাশের বস্তা দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের বাড়ীর পূর্বদিকে অনুমান ৭শ’ গজ দূরে শিব নদীতে কচুরিপানার মধ্যে থেকে তার গলীত লাশের হাড্রি ও বিচ্ছিন্ন করা মাথাসহ বস্তা বন্দী লাশ উদ্ধার করেন। ওই যুবক প্রেমিকের নাম চিত্তরঞ্জন পাল (২৭)। তিনি তানোর পৌর এলাকার কালিগঞ্জ হাবিবনগর পালপাড়া গ্রামের শ্রী মনোরঞ্জন পালের পুত্র।
এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, একই গ্রামের শ্রী স্বপন পালের কন্যা কামনা রানী (২৫) এর সাথে প্রায় ৬ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। কিছুদিন আগে তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি ২ পরিবারসহ গ্রামবাসীর মধ্যে প্রকাশ পেয়ে যায়। ২ পরিবারই তাদের প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে।
গত ২৬ এপ্রিল রাতের খাবার খেয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলো। ভোরে ওই যুবককে তার পরিবারের লোকজন তার ঘরে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ছেলেকে কোথাও না পেয়ে তার বাবা পরদিন ২৭ এপ্রিল তানোর থানায় একটি সাধারন ডায়েরী করেন যার নং ১৩৫৩ তারিখঃ ২৭/০৫/২৫ খ্রি।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, লাশের বস্তা বন্দী হাড্ডি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, যুবক নিখোঁজের পরদিনই থানায় একটি সাধারন ডায়েরী করা ছিলো। যুবক নিখোঁজের পর থেকে প্রেমিকা ও তার ভাই পলাতক রয়েছে। লাশ উদ্ধারের পর পরই প্রেমিকার বাড়িতে অভিযান চালিয়ে প্রেমিকার বাবা ও মাকে জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।