২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

তানোর থানার গেটে সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার তানোর সাংবাদিক ক্লাব পরিবার(টি.এস.সি) সভাপতি সাংবাদিক সোহানুল হক পারভেজের ওপর হামলার ঘটনা ঘটেছে। তানোর থানায় একটি বিচার শেষে থানার গেটে পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছেন গুবীরপাড়ার কিশোর গ্যাং সন্ত্রাসী বাহিনী। তানোর থানার গেটে রোববার ৫ টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ নিয়ে তানোর থানায় অভিযোগের প্রক্রিয়া চলছিল। সাংবাদিক সোহানুল হক পারভেজ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সকালের সময়, এবং জিবি টেলিভিশন রাজশাহী বিভাগীয় প্রধানের গুরুদায়িত্ব পালন করছেন।

সোহানুল হক পারভেজ জানান, আজ বিকাল ৫ টায় পাঁচান্দর ইউপির যোগীশো গ্রামের অসহায় ব্যক্তি অলেকার ছেলের পারিবারিক বিষয়টি নিয়ে থানায় বিচারে যাই। এমত অবস্থায় তার ছেলে আল আমিন কিশোর গ্যাংয়ের গডফাদারসহ ৫-৬ জন ব্যক্তিসহ থানায় ঢুকেন এবং বিচার শেষে পরিকল্পিতভাবে থানার মুল গেটে এলোপাতাড়ি ভাবে মারপিট শুরু করেন ।

সোহানুল হক পারভেজ আরও জানান, বিকাল ৫ টা ৩০ মিনিটে থানার মুল গেটে মেরে ফেলার চেষ্টা করেন সেটা ওসি সাহেবের সিসিটিভি ফুটেছে দেখা যাবে। কিন্তু ওসি ব্যাস্ত থাকায় তিনি আমাকে অভিযোগ করতে বলেন এবং চিকিৎসা নিতে বলেন। তিনি আরো বলেন আপনি চিকিৎসা নেন তদন্ত সাপেক্ষে এর দৃষ্টান্ত মূলক শাস্তি হবে।

তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এসসি) সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রাইহান আলী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা আমরা মেনে নেব না। হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি নিয়ে আমরা থানায় এসেছি।

এদিকে সাংবাদিক সোহানুল হক পারভেজের ওপর হামলার নিন্দা জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় প্রধান নুরে ইসলাম মিলন । রাতেই নুরে ইসলাম মিলনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। জাতীয় সাংবাদিক সংস্থার সংগঠনটির রাজশাহী বিভাগীয় প্রধান দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পাশাপাশি আইনগত বা অন্য যে কোন সহায়তার জন্য সাংবাদিক সোহানুল হক পারভেজের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ