সর্বশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সহকারী প্রকৌশলী জামিনুর রহমানের অনিয়ম-দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও গভীর নলকুপে অপারেটর নিয়োগে বাণিজ্য নিয়ে তানোরের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। অন্যদিকে জামিনুরের এসব বিতর্কিত কর্মকান্ডকে কেন্দ্র করে তানোরে বিএনপি-জামায়াত মুখোমুখি অবস্থানে রয়েছে।রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। জামিনুর রহমান
যোগদানের পরপরই বিএমডিএ ভবন আকুন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়ে। তার ভাই শিক্ষক রেজাউল ইসলাম রেজার নেপথ্যে মদদে গড়ে উঠে দালাল চক্র সিন্ডিকেট।বিএমডিএ ভবনে এখন স্বাভাবিক নিয়মে কোন কাজ হয় না। কাজে ক্রটি থাক বা নাই থাক কতিপয় জামিনুর রহমানকে চাহিদামত আর্থিক সুবিধা দিতেই হয়।সহকারী প্রকৌশলী জামিনুর রহমান তার ভাই শিক্ষক রেজা ও মেকানিক মেহেদীর মাধ্যমে লাখ লাখ টাকা ঘুষ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের অপারেটর নিয়োগ করেছেন।তালন্দ ইউপির নারায়নপুর মৌজার দুটি ডিপ থেকে রেজা ৭ লাখ টাকা নিয়ে জামিনুরকে দিয়ে তাদের
পচ্ছন্দের ব্যক্তিকে অপারেটর নিয়োগ দিয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,উপজেলায় বিএমডিএর ৫৩৬টি ও ব্যক্তি মালিকানাধীন ১৬টি গভীর নলকুপ রয়েছে। গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এবং গত ৩ নভেম্বর অপারেটর
নিয়োগের আবেদন ফরম বিতরণ শুরু করা হয়। প্রতিটি ফরমের জন্য অফেরতযোগ্য এক হাজার টাকা করে আদায় করা হয়।উপজেলায় গভীর নলকূপের অপারেটর পদে এক হাজার ৫৯৬টি আবেদন বিক্রি হলেও জমা পড়ে এক হাজার ৫৩০টি। গত ১৯ ডিসেম্বর, ২২ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর গভীর নলকূপের অপারেটর নিয়োগ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে গত ১ জানুয়ারী গভীর নলকূপে অপারেটর নিয়োগে অনিয়ম- দুর্নীতি, সহকারী প্রকৌশলী জামিনুর রহমানের অপসারণ ও অপারেটর নিয়োগ স্থগিত এবং আওয়ামী মতাদর্শী অপারেটরদের অব্যাহতি দিয়ে নতুন অপারেটর নিয়োগের দাবিতে বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা বিএমডিএ কার্যালয় ঘেরাও, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন।
অন্যদিকে গত ২ জানুয়ারী বৃহস্পতিবার দুর্নীতিবাজ সহকারী প্রকৌশলীর পক্ষ নিয়ে কৃষক সমাজের ব্যানারে ডিপ নিয়ে অনিয়ম, দখলবাজি ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে।স্থানীয়রা বলছে,জামিনুরের অপকর্মের কারনে তানোরের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।
এদিকে সারাদেশে যখন আওয়ামী ফ্যাসিবাদী মতাদর্শী দোসরদের প্রতিরোধ করা হচ্ছে, তখন তানোরে আওয়ামী মতাদর্শীদের পুর্নবাসন করতেই তাদের অপারেটর নিয়োগ করা হয়েছে। আওয়ামী লীগের খোলসে যারা দীর্ঘ প্রায় ১৭ বছর গভীর নলকূপ নিয়ন্ত্রণে রেখে সাধারণ কৃষকদের শোষণ করে মোটাতাজা হয়েছে,তারাই আবার অপারেটর নিয়োগ পেয়েছে। গত ৩০ ডিসেম্বর সোমবার অপারেটর নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা প্রকাশের পর পরই সাধারণ কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। উপজেলা জুড়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড় ,বইছে মুখরুচক নানা গুঞ্জন, জনমনেও দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া।
এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে শিক্ষক রেজাউল ইসলাম রেজা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সামাজিকভাবে হেয়ওপ্রতিপন্ন করতে একটি মহল তাদের অপপ্রচার করছে।#
প্রকাশিত: মাহবুব জুয়েল।
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।