২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী তানোরে ৩১ দফা বাস্তবায়নে ইউপি বিএনপির কর্মীসভা

আলিফ হোসেন, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়ন (ইউপি) বিএনপি এবং সহযোগী সংগঠনের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও বিএনপির ঘোষিত সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফার পক্ষে জনমত গড়তে ইউপি বিএনপির কর্মীসভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার  তালন্দ ইউনিয়ন (ইউপি) বিএনপির সভাপতি শামসুদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও সম্পাদক জিল্লুর রহমান নান্নুর সঞ্চালনায় লালপুর স্কুল মাঠে আয়োজিত বিএনপির কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা,মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক মোজাম্মেল হক, চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন,বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল ইসলাম মমিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার, ফিরোজ কবির, সুলতান আহম্মেদ, প্রভাষক মুজিবুর রহমান, আব্দুল মালেক মন্ডল, আবুল কালাম আজাদ, সাজ্জাদ আলী,সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান মুনসুর রহমান,মুঞ্জুর রহমান ও আবু সাইদ বাবু, ওবাইদুর মোল্লা, তোফাজ্জুল হোসেন তোফা, সাইফুল ইসলাম, আব্দুল গাফফার, প্রভাষক নুরুল ইসলাম ও মফিজ উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মূর্তুজা, যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মন্ডল, তানোর পৌর যুবদলের সদস্য সচিব নুর হোসেন মাহমুদ রাজা, ছাত্রদল নেতা শাহীন সরকার রনজু, মোতাল্লেব, ওবাইদুর মোল্লা ও মাহাবুব প্রমুখ।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ