২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীতে ফল ব্যবসায়ীকে জরিমানা ভোক্তা অধিকার আইনে

নিজস্ব প্রতিনিধি:  ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাজশাহীর রেল গেটে ৩ জন ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে নানা অসঙ্গতির কারণে তাদের জরিমানা করেন। অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, এ দিন তারা নগরীর রেলগেটে ৬টি প্রতিষ্ঠান পরিদর্শন করে ৩ টি ফল ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা করেছেন।এর মধ্যে নগরীর রেলগেট মোড়ে পণ্যে মুল্য তালিকা না থাকায় শাহীন ফল ব্যবসায়ীকে ২ হাজার, হুমায়ন কবিরকে ১ হাজার ও মো. ওয়াহেদ আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সহায়তায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অধিদপ্তরের কর্মকর্তা হাসান-আল-মারুফ।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ