২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাবি শিক্ষার্থীরা বিভাগের নাম পরিবর্তনের দাবিতে অনশন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান করার দাবিতে অনশন করছে বিভাগের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টা থেকে বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে অনশন কর্মসূচী শুরু করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচী পালন করবে বলে জানায় শিক্ষার্থীরা।

দুপুরে বিশ্ববিদ্যালয়েল প্রক্টরসহ ওই বিভাগের শিক্ষকরা অনশনস্থলে গিয়ে আশ্বাস্থ করলেও শিক্ষার্থীরা কর্মসূচী অব্যাহত রাখে। এ সময় প্রক্টর প্রফেসর লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপচার্য ঢাকায় আছে। তিনি আসলে শিক্ষার্থীদের নিয়ে এ বিষয়ে বসে সিদ্ধান্ত নেয়া হবে।এর জবাবে শিক্ষার্থীরা বলেন, তারা বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান নিয়েই অনশন ভাঙবে। এর আগে দাবি মেনে নেয়ার লিখিত দিতে হবে বলে দাবি করেন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা একই দাবিতে গত ১৬ ফেব্রুয়ারি বিভাগের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করে। এর পর থেকে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ