সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অনলাইনে অপপ্রচার নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে দলটিতে তার অনুসারী নেতাকর্মীদের মধ্যে। আগামী ১ মার্চ মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে পরিকল্পিতভাবে এই অপপ্রচারের পেছনে বিএনপি-জামায়াতপন্থি অনলাইন অ্যাক্টিভিস্টদের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা। মহানগর আওয়ামী লীগের একাধিক নেতা দাবি করেছেন, সংগঠনের ভেতরে বিশৃঙ্খলা ও আস্থাহীনতা তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটতেই এসব অপপ্রচার চালানো হচ্ছে। এর নেপথ্যে বিএনপি-জামায়াতপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক এক প্রভাবশালী নেতার ভাগ্নে সক্রিয় রয়েছেন বলে সন্দেহ করছেন নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতেই এই তৎপরতা সুদূরপ্রসারী কৌশলের অংশ বলে ভাবছেন তারা।মহানগর আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা যায়, নগর আওয়ামী লীগের সম্মেলনে বর্তমান সাধারণ সম্পাদক ডাবলু সরকার আবারও একই পদে প্রার্থী হিসেবে নিজের আগ্রহ প্রকাশ করেছেন। এর পরপরই মুক্তিযোদ্ধা সংসদের নামে ভুয়া প্যাডে নামহীন একটি অপপ্রচারপত্র ছড়ানো হয় নগরীতে। সেখানে ডাবলু সরকারের পরিবারের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধিতার অভিযোগ আনা হয়। এরপরেই বিএনপি-জামায়াতের পক্ষে প্রচারণা চালানো কয়েকটি ফেসবুক পেজে ওই অপপ্রচারপত্রের ছবি তুলে ধরে দাবি করা হয়, ডাবলু সরকার সংখ্যালঘুদের জমি দখল করেছেন। অব্যাহত এই অপপ্রচার নিয়ে নগর আওয়ামী লীগের ডাবুল সরকারপন্থী নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ এ প্রসঙ্গে বলেন, “ফেসবুকের যেসব পেজ থেকে এসব অপপ্রচার ছড়ানো হচ্ছে, সেগুলো দেখলেই বোঝা যায়, এগুলো বিএনপি-জামাতের পক্ষে ব্যবহৃত হয়। তাদের প্রতিটি পোস্ট সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে দেয়া হয়।” আজাদের শঙ্কা, ডাবলু সরকারকে দিয়ে এই অপপ্রচার এখনই থামানো না গেলে এই চক্রটি অন্য নেতাদের নিয়েও অপপ্রচারে নামতে পারে।মহানগর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক হিমাদ্রি লিটন দাবি করেন, বিএনপি-জামায়াতপন্থি অনলাইন অ্যাক্টিভিস্টরা এর আগেও তাদের বিভিন্ন পেজে ডাবলু সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। বিশেষ করে সিটি ও সংসদ নির্বাচনের আগে এসব কাজ তারা করেছিল। মূলত আওয়ামী লীগের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করাই ছিলো তাদের উদ্দেশ্য। এবারও একই উদ্দেশ্যে কাজটি করা হচ্ছে বলে মনে করেন তিনি। মহানগর আওয়ামী লীগের ২১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন দাবি করেন, রাজশাহীতে দীর্ঘদিন বিএনপি-জামায়াত নিজেদের শক্তিশালী বলে মনে করতো। কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে আওয়ামী লীগের সাংগঠনিক প্রভাবের কাছে তারা ম্লান হয়ে পড়েছে। সে কারণেই সম্মেলনের আগে এসে তাদের পরিকল্পনায় নেতাদের চরিত্র হনন শুরু হয়েছে। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবুল বলেন, “আমরা জানতে পেরেছি এই অপপ্রচারের পেছনে বিএনপি-জামায়াতপন্থি চিকিৎসক সংগঠন ড্যাবের সাবেক এক প্রভাবশালী নেতার ভাগ্নে জড়িত আছেন। তিনি এসব মনগড়া তথ্য সম্প্রতি অনলাইনে ছড়ানোর ব্যবস্থা করেছেন।” এদিকে এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন মুক্তিযোদ্ধারাও। রবিবার (২৩ ফেব্রুয়ারি) লিখিতভাবে এসব অপপ্রচারের প্রতিবাদ জানায় মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ড। রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ডা. মো. আব্দুল মান্নান, রাজশাহী জেলা ও মহানগর ইউনিটের সাবেক কমান্ডার মোঃ সফিকুর রহমান রাজা, মহানগর ইউনিট কমান্ডের সদস্য রুহুল আমিন প্রামানণিক, সাবেক বোয়ালিয়া থানা কমান্ডার মোঃ মোতাহার হোসেন, সাবেক মহানগর কমান্ডার মোঃ মাসুদ হোসেন, সাবেক মহানগর কমান্ডার মোঃ আলাউদ্দিন শেখ ভুল, মুক্তিযোদ্ধা হাবিব আহসান পান্নাসহ কয়েকজন মুক্তিযোদ্ধা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার ও তার পরিবার সর্ম্পকে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সে বিষয়ে রাজশাহীর মুক্তিযোদ্ধাদের কোন সংশ্লিষ্টতা নেই। মুক্তিযোদ্ধাদের েনামে কারো বিরুদ্ধে এ ধরণের বিদ্বেষপ্রসূত সংবাদ প্রকাশ করায় আমরা বিস্মিত ও বিক্ষুব্ধ। এহেন উদ্দেশ্যপ্রণোদিত কারো ব্যক্তিগত চরিত্র হননের সংবাদ মুক্তিযোদ্ধাদের নামে প্রকাশের জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’অন্যদিকে, বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়ানো অপপ্রচারে ডাবলু সরকারের বিরুদ্দে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ তোলা হলেও সংখ্যালঘু সংগঠনের নেতারা সেই তথ্যগুলোকেও মিথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন। এক যৌথ বিবৃতিতে তারা জানান, অপপ্রচারের উদ্দেশ্যে যে দুটি জমিকে সংখ্যালঘুর কাছ থেকে দখল হিসেবে দেখানো হয়েছে, সেগুলোর একটিও সংখ্যালঘুর কাছ থেকে দখল করা নয়।
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।