২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

বোরকা বিতর্কে মুখ খুললেন এআর রহমান

মেয়ে খাতিজা রহমানের বোরকা পরা নিয়ে ভারতে নির্বাসিত বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের সমালোচনায় এবার মুখ খুললেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক এআর রাহমান। কারো নাম উল্লেখ না করে এআর রহমান বলেন, আমাদের থেকেই ধর্ম-সংস্কৃতি-ঐতিহ্য পেয়েছে খাতিজা। খাতিজা রহমান নিজের ইচ্ছেতেই বোরকা পরে। তাকে কেউ বাধ্য করেনি। গত ১১ ফেব্রুয়ারি তসলিমা নাসরিন এআর রহমানের মেয়ে খাতিজার বোরকা পরিহিত একটি ছবি টুইটারে প্রকাশ করে লেখেন, তার মেয়েকে দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। শিক্ষিত ও সংস্কৃতিমনা পরিবারেও যে খুব সহজে মগজধোলাই করা যায়, তা জানা সত্যিকার অর্থেই হতাশার।’ এর তিনদিন পর ১৫ ফেব্রুয়ারি নিজের ইনস্টাগ্রামে তসলিমার সমালোচনার জবাব দেন খাতিজা রহমান। তিনি বলেন, প্রিয় তসলিমা নাসরিন, আমার পোশাকে আপনার নিশ্বাস বন্ধ হয়ে আসে বলে দুঃখ প্রকাশ করছি। কিছু মুক্ত বাতাস গ্রহণ করুন। কারণ, এতে আমার নিশ্বাস বন্ধ হয় না। বরং আমি যে অবস্থান নিয়েছি এতে গর্বিত ও ক্ষমতায়িত অনুভব করি।টাইমস অফ ইন্ডিয়া।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ