১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

প্রতিবন্ধী রাসেলের অটোর তার কেঁটে দিল ট্রাফিক পুলিশ।

সাফিয়ান স্বাধীন: জীবন যুদ্ধে হার না মানা সংগ্রামী জীবনের এক উজ্জল প্রতিচ্ছবি “রাসেল”।

যারা নিয়মিত কান্দিরপার পূবালী চত্বর থেকে ভিক্টোরিয়া কলেজ রুটে চলাচল করেন তাদের প্রত্যেকের নিকটই রাসেল একটি সুপরিচিত মুখ।রাসেলের দুই পাঁ এবং এক হাত নেই,কিন্তু সেটাও রাসেলকে থামাতে পারেনি।

দুই পা এবং একটি হাত না থাকার পরেও সে অন্যদের মত ভিক্ষাবৃত্তিকে বেঁছে না নিয়ে অটো চালানোর মত একটি ঝুকিপূর্ণ পেশা বেঁছে নিয়ে তার জীবিকা নির্বাহ করে।

এমন প্রতিবন্ধির জীবন সংগ্রামে যেখানে প্রশাসনের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথা সেখানে আজ ট্রাফিক পুলিশ কতৃক রাসেলকে পেটানো হয়েছে এবং তার অটো গাড়ির ইলেকট্রিক তার কেটে দেয়া হয়েছে।

অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ঘটনাস্থলের উপস্থিত জনসাধারন।রাসেলের কাছে জানতে চাইলে সে বলে,মোড়ের বাঁপাশে দাড়ানোর জন্য ট্রাফিক পুলিশ আমার কাছে এসে গাড়ীর চাবি নিয়ে যায় এবং পরে ভুলের ক্ষমা চেয়ে চাঁবি ফেরত চাইলে মারধর করেন।আতঃপর গাড়ীর ওয়ারিং এর সবকয়টি তার কেঁটে ফেলে।

এ বিষয়ে অভিযুক্ত ট্রাফিক পুলিশের নাম জানা যায়নি।তার সাথে কথা বলতে গেলে সে প্রতিবেদকের কাছে সাংবাদিকের কার্ড দেখা মাত্রই তার পোশাক থেকে নেম প্লেট খুলে পকেটে রাখে,এবং বলে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি না।এরপর অন্য ট্রাফিক সদস্যদের জিঙ্গাসাবাদ করলে তারা বলেন,নাম বলা যাবে না।

প্রকাশিত: মাহবুব জুয়েল।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ