সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার:
ইসমাইল হোসেন ইসমী রচিত ‘অর্ধেক প্রেম অর্ধেক ভালোবাসা’ উপন্যাসের মোড়ক উন্মোচিত হয়েছে। বিশ্ব ভালোবাসা দিবসের সন্ধ্যায় রাজশাহী নগরীর গণকপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও কবি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক উপন্যাসের লেখক অতিথিদের সাথে নিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন। ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফাউন্ডেশন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘অর্ধেক প্রেম অর্ধেক ভালোবাসা’ উপন্যাসের মোড়ক উন্মোচনের আয়োজন করে। ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় আহ্বায়ক মোঃ সালাউদ্দীন মিন্টুর সভাপতিত্বে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও কবি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। উপন্যাসটি নিয়ে আলোচনা করেন লেখক ও চলচ্চিত্র নির্মাতা জামিউর রহমান লেমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালযয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নুরুল কাইয়ুম, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জামাত খান, এনটিভি’র ব্যুরো প্রধান শ.ম সাজু, রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক জিয়া উদ্দিন আহম্মেদ, জাসদের রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সিকান্দার আলী, আরডিএ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ মাহমুদ হাসান, ব্যবসায়ী নেতা মোঃ বেনজির, ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম আরিফ ও রাজশাহী মহানগর কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন দিপক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাতালের প্রধান বকুল। অনুষ্ঠানে নগরীর গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা অসম প্রেম-ভালোবাসাকে কেন্দ্র করে ইসমাইল হোসেন ইসমী রচিত ‘অর্ধেক প্রেম অর্ধেক ভালোবাসা’ উপন্যাসটির সফলতা কামনা করেন। ‘অর্ধেক প্রেম অর্ধেক ভালোবাসা’ উপন্যাসের লেখক ইসমাইল হোসেন ইসমী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মালিগাছা গ্রামের শমসের আলী ও জোবাইদা খানমের পুত্র। পেশায় প্রকৌশলী ইসমী পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে রাজশাহী জেলায় প্রথম স্থান অধিকার করে ছাত্রাবস্থাতেই মেধার স্বাক্ষর রাখেন। ‘অর্ধেক প্রেম অর্ধেক ভালোবাসা’ তার প্রথম উপন্যাস। তার প্রথম বাক্যগ্রস্থ ‘কবিতা ও কথা’। ‘অর্ধেক প্রেম অর্ধেক ভালোবাসা’ উপন্যাসটি প্রকাশ করেছে ঢাকার লাহারী পাবলিকেশন। প্রচ্ছদ একেছেন মোস্তাফিজ কারিগর। বইটি তিনি উৎসর্গ করেছেন তার স্ত্রী ইসরাত জাহান ও একমাত্র কন্যা ইলমী জাহানকে। ৮০ পৃষ্টার অফসেট কাগজে ছাপা উপন্যাসটির দাম ২০০ টাকা।
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।