২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

আজ রাতে দেখা যাবে সুপার ‘স্নো মুন’

নিজস্ব প্রতিনিধি:

বছরের শুরুতেই দেখা মিলছে সুপারমুনের। যার নাম দেয়া হয়েছে সুপার স্নো মুন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যমতে, শুক্রবার থেকেই আকাশে দেখা যাচ্ছে উজ্জ্বল ও বড় আকারের চাঁদ। সুপারমুন পূর্ণ আকার ধারণ করবে রবিবার (০৯ ফেব্রুয়ারি)। আজ দুপুর থেকেই সম্পূর্ণ দেখা যাওয়ার কথা সুপার মুন। যদিও সূর্যের আলোর কারণে এই চাঁদ দেখা যায়নি। তবে, সূর্য ডোবার পর থেকে দেখা মিলছে স্নো মুনের। সে কারণে বেশ কিছু অনলাইন ওয়েবসাইটের লাইভ স্ট্রিমিং-এ সুপার মুন দেখতে পারেন। irtual Telescope Project 2.0 -তে দেখা যাবে লাইভ। পৃথিবীর একেবারে কাছে চাঁদের কক্ষপথ চলে এলে সেই পূর্ণিমার চাঁদ হয়ে ওঠে সুপারমুন। কেউ যদি এই মাসের সুপারমুন দেখা মিস করে যান, তাহলে আগামী মাসের ৯ মার্চ ফের দেখতে পাবেন সুপারমুন। এরপর ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারিতে আবার সুপারমুন দেখা যাবে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ