সর্বশেষ সংবাদ
নিজস্ব প্রতিনিধি:
চলতি সময়ের ব্যস্ততম মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। আসছে ভালোবাসা দিবসের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গেল দু’বছর এ অভিনেত্রী অভিনয়ে দারুণ মনোযোগী। তারই ধারাবাহিকতায় জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে নিয়মিত কাজ করছেন তিনি। একইসঙ্গে তার ওপর বেড়েছে নির্মাতাদের আস্থাও। ফলে সমসাময়িক অনেকের চেয়ে এগিয়ে আছেন তিনি। দর্শকের কাছেও প্রশংসিত হচ্ছেন নানা ধরনের চরিত্রে অভিনয় করে। গত বছরে ইউটিউবে তার অভিনীত কয়েকটি নাটকের ভিউ কোটিরও বেশি হয়েছে। তবে দিন শেষে ভালো কাজের বিকল্প নেই বলে তিশা উপলব্ধি করেন। তার ভাষ্য, যে যত ভালো কাজ করবে তাকেই দর্শক মনে রাখবে। অভিনেত্রী হিসেবে আমিও চাই দর্শক কাজের মধ্য দিয়ে আমাকে মনে রাখুক। এদিকে অল্প সময়ে আমি দর্শকের যে ভালোবাসা পেয়েছি একজন অভিনেত্রী হিসেবে এটি অনেক বড় পাওয়া। দর্শক আমাকে পছন্দ করেন বলেই নির্মাতারাও আমার ওপর আস্থা রাখেন। এ ছাড়া আমিও সব সময় চেষ্টা করি আমার ভালোটুকু দেয়ার। আসছে ভালোবাসা দিবসে এ গ্ল্যামারকন্যাকে একাধিক নাটকে দেখা যাবে। উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো তাহসান খানের বিপরীতে ‘স্পর্শে তুমি’। এটি নির্মাণ করেছেন মাহিদুম মহিম। অপূর্বর বিপরীতে ‘অবুঝ দিনের গল্প-২’। এটির নির্মাতা শিহাব শাহিন। আফরান নিশোর বিপরীতে ‘সেই তো এলে তুমি’। এর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ভালোবাসা দিবসের নাটক প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, বিশেষ দিবসগুলোর জন্য বেছে বেছে কাজ করছি। উৎসবের নাটকের প্রতি দর্শকের আগ্রহটা বেশি থাকে। এবার যে কাজগুলো করেছি তাতে দর্শক নতুনত্ব পাবেন। পাবেন নানা রূপের তিশাকেও। এদিকে আজ প্রকাশিত হচ্ছে তিশা অভিনীত একটি গানের মিউজিক ভিডিও। সংগীতশিল্পী তাহসান খান ও সুস্মিতা আনিসের গান ‘স্মৃতির ফানুস’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।