২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

অ্যাঞ্জেলিনা জোলি আসছেন এটিএন বাংলায়

মাদারল্যান্ড  বিনোদন ডেস্ক:  হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি  আসছেন এটিএন বাংলার পর্দায়। দেশীয় এই স্যাটেলাইট চ্যানেলে আজ রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে  জোলি অভিনীত বাংলায় ডাবিং করা হলিউড মুভি ‘সল্ট’। ২০১০ সালে মুক্তি পায় এই মার্কিন থ্রিলার চলচ্চিত্রটি। এটি পরিচালনা করেছেন ফিলিপ নয়েজ এবং এর চিত্রনাট্য লিখেছেন কার্ট উইমার ও ব্রায়ান হেলজেল্যান্ড। চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অ্যাঞ্জেলিনা জোলি ছাড়াও অভিনয় করেছেন লিয়েভ শ্রাইবার, চিউওয়েটাল এজিওফর, অগাস্ট ডিয়েল ও ড্যানিয়েল ওলব্রিচস্কি। জোলি এখানে সল্টের ভূমিকায় অভিনয় করেছেন। সল্ট একজন কেজিবি পার এজেন্ট। চলচ্চিত্রটির চিত্রনাট্য প্রথমত টম ক্রুজকে কেন্দ্র করে লেখা হলেও পরবর্তীতে নাম ভূমিকায় জোলি অভিনয় করায় পুরো চিত্রনাট্যটি নতুন করে লেখা হয়। চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ হয়েছে ওয়াশিংটন ডি.সি., নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্থান এবং অলব্যানিতে। ২০০৯ সালের মার্চ থেকে জুন পর্যন্ত দৃশ্যধারণের কাজ চলে। ২০১০ সালের ২৩শে জুলাই চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্র্রে মুক্তি পায় এবং যুক্তরাজ্যে মুক্তি পায় একই বছরের ১৮ই আগস্ট। 

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ