১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

সুদ ব্যবসায়ী শহর বানু কবলে পড়ে নিঃস্ব হয়ে পড়ছে এলাকাবাসি

নিজস্ব প্রতিনিধিরাজশাহীর বহুল আলোচিত নারী সুদ ব্যবসায়ী শহর বানুর বিরুদ্ধে আবারো থানায় অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী নারী। নগরীর শাহমখদুম থানার নতুন পাড়া (গাংপাড়া) এলাকার মো: রনির স্ত্রী মোসাঃ দিশা বেগম (৩৫) বাদী হয়ে আজ বুধবার বিকেলে শাহমখদুম থানায় অভিযোগটি দায়ের করেছেন। এতে অভিযুক্ত করা হয়েছে সুদ ব্যবসায়ী শহরবানু ও তার স্বামী সিরাজ উদ্দিনকে। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে শহরবানুর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন দিশা বেগম। শর্ত ছিল প্রতি সপ্তাহে দুইশ’ টাকা করে সুদ দিতে হবে। সে মোতাবেক তিন মাস সুদের টাকা পরিশোধ করেন তিনি। কিন্তু এরপর আর সুদ পরিশোধ করতে পারেননি। শেষ পর্যন্ত ২০১৭ সালে শহরবানু ধার নেয়া বিশ হাজার টাকাসহ ও সুদ বাবদ পাঁচ লক্ষ টাকা দাবী করেন দিশার মায়ের কাছে। দাবীকৃত টাকা দিতে না পারায় দিশার মায়ের শাহমখদুম থানাধীন পবা নতুনপাড়া এলাকায় অবস্থিত পৈত্রিক সম্পত্তি আধাকাঠা বাড়ীসহ লিখে নেন শহর বানু। বিষয়টি এখানেই নিষ্পত্তি হয়। কিন্তু আজ বুধবার সকাল ১০টার দিকে শহরবানু ও তার স্বামী সিরাজ আমার বাড়িতে প্রবেশ করে অন্যায়ভাবে আবারো টাকা দাবি করেন। এসময় তারা আমাকে ও আমার স্বামীকে অকথ্য ভাষায় গালাগালি এবং আমাদের নিকট পাঁচ লক্ষ টাকা দাবী করেন। আমি ও আমার স্বামী টাকা দিতে ব্যর্থ হলে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং জীবনের নিরাপত্তায় থানায় অভিযোগ করেন দিশা বেগম। শাহ মখদুম থানার ওসি সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, কিছুদিন আগে শহরবানুর অত্যাচার থেকে রক্ষা পেতে ও অন্যায়ভাবে অতিরিক্ত সুদ দাবি করায় নগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন আরেক ভুক্তভোগী নারী। তার বিরুদ্ধে এ ধরণের বহু অভিযোগ রয়েছে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ