১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টাররাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মো. বাবু (৩৫)। জেলার পবা উপজেলার মধ্যপাড়া গ্রামে তার বাড়ি। বাবার নাম ফজলুর রহমান। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তিনি মারা যান। তিনি ভুটভুটি টেম্পুর চালক ছিলেন। রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার বিকালে রাজশাহীর মোহনপুর উপজেলার খয়রানন্দ বিল এলাকায় মহাসড়কে তার ভুটভুটি টেম্পুর চাকা খুলে যায়। এতে চালক বাবু পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলাও দায়ের করা হয়েছে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ