সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার: আগামী ২৯ ফেব্রুয়ারি রাজশাহীতে বিভাগীয় মহাসমাবেশ করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। নগরীর মাদ্রাসা মাঠ সংলগ্ন রাস্তায় এই সমাবেশ করবে দলটি। এ উপলক্ষে সোমবার বিকেলে দারুশা প্রাথমিক বিদ্যালয়ে এক প্রতিনিধি সভার আয়োজন করেন দলের পবা উপজেলা (পশ্চিম) নেতৃবৃন্দ। প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, নায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে লড়াইয়ের বার্তা হিসেবে কাজ করবে এই সমাবেশ। সমাবেশের মধ্য দিয়ে একদিকে যেমন দল আরও সংগঠিত হবে তেমনি সাধারণ মানুষের মাঝে আমাদের কর্মকাণ্ড ও লক্ষ্য পরিষ্কার হবে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে সমাবেশ সফল করতে নেতাকর্মীদের পাড়া-মহল্লায় কাজ করার নির্দেশ দেন পার্টির এই শীর্ষ নেতা। সরকারের প্রতি ধানসহ কৃষকের নায্যমূল নিশ্চতকরণের দাবি জানিয়ে বাদশা বলেন, দেশের কৃষকেরা আমাদের জাতীয় অর্থনীতিতে যে ভূমিকা রাখছে তা টিকিয়ে রাখতে তাদের ফসলের নায্যমূল্য যদি আমরা নিশ্চিত করতে না পারি তবে এটি হবে লজ্জাজনক। তাই অর্থনীতির চাকা গতিশীল রাখতে ব্যবসায়ী লুটেরা সিন্ডিকেট ভেঙে দিয়ে তাদের নায্য অধিকার নিশ্চিত করতে হবে। একইসাথে নারী-শিশু ধর্ষণ ও সহিংসতা এবং দুর্নীতি-সন্ত্রাস প্রতিরোধে ওয়ার্কার্স পার্টিসহ দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের আহ্বান জানান বাদশা। ওয়ার্কার্স পার্টির পবা পশ্চিমের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা, জেলা কমিটির সদস্য মাইনুল ইসলাম, পবা পশ্চিমের সদস্য বজলুর রহমান, হুজরিপাড়া ইউনিয়নের সভাপতি আব্দুল রহিম চান্দু, দর্শনপাড়া ইউনিয়নের সভাপতি মঞ্জুর রহমান, পার্টির নেতা ফজর আলী প্রমুখ।
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।