১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

জাতীয় মানবাধিকার কমিশনের থিমেটিক গ্রুপের সদস্য হলেন বাদশা

স্টাফ রিপোর্টার: রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে জাতীয় মানবাধিকার কমিশনের ধর্মীয়, নৃ-তাত্ত্বিক সংখ্যালঘু এবং অনাগরিক ব্যক্তিদের অধিকার সুরক্ষা বিষয়ক কমিটির (থিমেটিক গ্রুপ) সদস্য করা হয়েছে। গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত কমিশনের ৮৪তম সভায় কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির সভাপতি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। আর সদস্য সচিব কমিশনের উপপরিচালক সুস্মিতা পাইক। আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা এই কমিটির সদস্য। রোববার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় মানবাধিকার কমিশনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্মীয়, নৃ-তাত্ত্বিক সংখ্যালঘু এবং অনাগরিক ব্যক্তিদের অধিকার সুরক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। থিমেটিক গ্রুপ এ ব্যাপারে আগামী ছয় মাস কী ধরনের কাজ করবে সে ব্যাপারে আলোচনা হয়। এছাড়া সভায় আগামী তিন বছরের জন্য কমিটির কার্যক্রমের রোডম্যাপ প্রণয়ন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। এতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ কমিটির অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ