১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী।। মাদারল্যান্ড নিউজ

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ১০ টাকার টিকিট কেটে চোখ দেখিয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে গিয়ে চোখের চিকিৎসা নেন। বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা। অধ্যাপক মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি ছিল প্রধানমন্ত্রীর রেগুলার চেকআপ। অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, কাজী দীন মোহাম্মদ নুরুল হক এবং আমি তার চক্ষু পরীক্ষা করি।’ এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ ‍নুরুল হক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ