সর্বশেষ সংবাদ
জামি রহমান, নিজস্ব প্রতিনিধি : ২১ দফার ভিত্তিতে সামাজিক নায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে, আগামী ২৯ ফেব্রুয়ারি রাজশাহীতে বিভাগীয় মহাসমাবেশ করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। নগরীর মাদ্রাসা মাঠ সংলগ্ন রাস্তায় এই সমাবেশ করবে দলটি। মহাসমাবেশ সফল করতে বুধবার বেলা ১২টায় জিরোপয়েন্টস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। আলোচনা সভায় বিভাগীয় সমাবেশকে সফল করতে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলা কমিটির নেতৃবৃন্দের কাছে সমাবেশটির গুরুত্ব তুলে ধরেন- সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত, কৃষকের নায্যমূল্য প্রদান, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে আরো ঐক্যবদ্ধ করতে দলের জন্য বিশাল ভূমিকা রাখবে এই মহাসমাবেশ। তাই রাজশাহী জেলা কমিটির সকল নেতাকর্মীদের এই সমাবেশ সফল করার আহ্বান জানান দলের এই শীর্ষ নেতা। পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী জেলার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য কয়েশ উদ্দীন, ফরজ আলী, আব্দুল মান্নান, জেলার সদস্য আকবর আলী, হজরত আলী, কায়েম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা পরিচালনা করেন- কেন্দ্রীয় সদস্য ও জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা। আলোচনা সভা শেষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে প্রাণনাশের হুমকিদাতাকে এখনো গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন রাজশাহী জেলার নেতারা। তারা অবিলম্বে হুমিকদাতা ও তার পেছনে থাকা অপশক্তিকে সামনে এনে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।