২৩শে মে, ২০২৫ ইং, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

ওয়ার্কার্স পার্টির মহাসমাবেশ সফল করতে রাজশাহী জেলা কমিটির সভা

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি : ২১ দফার ভিত্তিতে সামাজিক নায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে, আগামী ২৯ ফেব্রুয়ারি রাজশাহীতে বিভাগীয় মহাসমাবেশ করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। নগরীর মাদ্রাসা মাঠ সংলগ্ন রাস্তায় এই সমাবেশ করবে দলটি। মহাসমাবেশ সফল করতে বুধবার বেলা ১২টায় জিরোপয়েন্টস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। আলোচনা সভায় বিভাগীয় সমাবেশকে সফল করতে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলা কমিটির নেতৃবৃন্দের কাছে সমাবেশটির গুরুত্ব তুলে ধরেন- সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত, কৃষকের নায্যমূল্য প্রদান, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে আরো ঐক্যবদ্ধ করতে দলের জন্য বিশাল ভূমিকা রাখবে এই মহাসমাবেশ। তাই রাজশাহী জেলা কমিটির সকল নেতাকর্মীদের এই সমাবেশ সফল করার আহ্বান জানান দলের এই শীর্ষ নেতা। পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী জেলার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য কয়েশ উদ্দীন, ফরজ আলী, আব্দুল মান্নান, জেলার সদস্য আকবর আলী, হজরত আলী, কায়েম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা পরিচালনা করেন- কেন্দ্রীয় সদস্য ও জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা। আলোচনা সভা শেষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে প্রাণনাশের হুমকিদাতাকে এখনো গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন রাজশাহী জেলার নেতারা। তারা অবিলম্বে হুমিকদাতা ও তার পেছনে থাকা অপশক্তিকে সামনে এনে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ