১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

বব ডিলানের জীবনী নিয়ে সিনেমা, অভিনয়ে টিমোথি ।। মাদারল্যান্ড নিউজ বিনোদন

মাদারল্যান্ড নিউজ বিনোদন : নোবেল জয়ী সঙ্গীতশিল্পী বব ডিলানের জীবনী নিয়ে ছবি নির্মাণ করছেন ‘ফোর্ড ভার্সাস  ফেরারি’ খ্যাত পরিচালক জেমস ম্যানগোল্ড। ছবিতে যুবক ডিলানের চরিত্রে টিমোথি চালামেটকে দেখা যেতে পারে। বর্তমানে ‘লিটল উইমেন’ ছবির কাজ নিয়ে ব্যস্ত টিমোথি। এর পর ‘ফোর থাউজেন্ডস মাইলস’ ছবির কাজ করবেন লন্ডনে। এ বছর ‘দ্য  ফ্রেঞ্চ ডিসপ্যাচ’ ছবিরও কাজ করবেন নায়ক। বব ডিলানের ছবি নিয়ে তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন নির্মাতারা। ডিলান নিজেই ছবিটি নিয়ে ম্যানগোল্ডের সঙ্গে কথা বার্তা বলছেন। তবে এখনো ছবির নাম চূড়ান্ত হয়নি। ছবির সম্ভাব্য নাম হতে পারে ‘গোয়িং ইলেক্ট্রিক’। ভেরিটাস এন্টারটেইনমেন্ট, ম্যানগোল্ডের সাথে ছবিটি প্রযোজনা করছেন ডিলানের দীর্ঘ সময়ের ব্যবস্থাপক জেফ রোজেন।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ