২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

তানোরে ব্যক্তিগত পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়ার পাঁয়তারা।। মাদারল্যান্ড নিউজ

তানোর প্রতিনিধি,(রাজশাহী):

হরিপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়, তানোর রাজশাহী

রাজশাহীর তানোরের কাঁমারগা ইউপির হরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে আর্থিক সুবিধার বিনিময়ে সভাপতির পচ্ছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়ার চেস্টা করা হচ্ছে। এদিকে নিয়োগ কার্যক্রম স্থগিত ও স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পক্রিয়া সম্পন্ন করার দাবিতে চলতি বছরের ২ জানুয়ারী বৃহ¯প্রতিবার স্থানীয়রা স্থানীয় সাংসদ, রাজশাহী জেলা প্রশাসক, রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান, রাজশাহী জেলা ও তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে ডাকযোগে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, সভাপতির পচ্ছন্দের প্রার্থীর শর্ত পূরুণ না হওয়ায় তাকে নিয়োগের জন্যই একাধিকবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সময় ক্ষেপন করা হয়েছে। অনেক আগেই এই পদে নিয়োগ দেয়া সম্ভব ছিল, তবে সভাপতির পচ্ছন্দের প্রার্থীর নিয়োগ নিশ্চিতকরণের উদ্দেশ্যেই বিলম্ব করা হয়েছে। সভাপতির পচ্ছন্দের প্রার্থী ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বির্তকিত লহির উদ্দিন তাকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিতে সভাপতির সঙ্গে ইতমধ্যে কয়েক দফায় প্রায় কুড়ি লাখ টাকা হাত বদল হয়েছে। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে সাধারণের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়।
সূত্র জানায়, স¤প্রতি হরিপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য দ্বিতীয়বার  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত পদে নিয়োগ পেতে মোট ৭ জন প্রার্থী আবেদন করেন। সূত্র জানায়, সভাপতির পচ্ছন্দের প্রার্থীর নিয়োগ নিশ্চিত করতে গোপণে নিয়োগ কমিটি গঠন ও ডিজির প্রতিনিধি মনোনয়ন করা হয়েছে। স্থানীয়রা বিষয়টি গভীরভাবে অনুসন্ধানের জন্য দূর্নীতি দমন কমিশন (দুদুক) উপ-পরিচালক, রাজশাহী জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে হরিপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল লতিব এসব অভিযোগ অস্বীকার করে বলেন, একটি বিশেষ মহল প্রতিষ্ঠানের সুনামক্ষুন্ন করতে এমন মিথ্যা প্রচারণা করছে। তিনি বলেন, যথাযথ নিয়ম অনুসরণ করেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে অনিয়মের কোনো সুযোগ নাই। এব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস কাঞ্চন বলেন, নিয়োগ বিষয়ে তার করনীয় কিছু নাই এটা বিদ্যালয় পরিচালনা কমিটির বিষয়। এব্যাপারে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, এ বিষয়ে তিনি এখানো কোনো লিখিত অভিযোগ পাননি। তিনি বলেন, যেহুতু অভিযোগ উঠেছে সেহুতু এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে।
তানোর প্রতিনিধি

তাং-৪ জানুয়ারী ২০২০
প্রকাশিত: মাদারল্যান্ড ডেস্ক

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ