১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

ছাত্রলীগের পূর্ণ দায়িত্বে জয়-লেখক

স্টাফ রিপোর্টারছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে পূর্ণাঙ্গ দায়িত্ব পেয়েছেন আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য। শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পূর্ণাঙ্গ দায়িত্ব দেন। গত সেপ্টেম্বর মাসে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। তখন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান লেখক ভট্টাচার্য। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আমার কাছে অনুরোধ করলেন বর্তমান কমিটিকে ভারমুক্ত করে দিতে। আমি ভারমুক্ত করে দিলাম। আমাদের সামনে অনেক কাজ। তাই আজকের এই দিনেই আমি তাদের ভারমুক্ত করে দিলাম।’

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ