সর্বশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর স্কুলে স্কুলে বই উৎসব শুরু হয়েছে। বুধবার বছরের প্রথম দিন সকাল থেকে স্কুলগুলোতে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ শুরু হয়েছে। নতুন বই পেয়ে আনন্দ-উচ্ছাস প্রকাশ করছে শিক্ষার্থীরা। রাজশাহীতে এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় ৫ লাখ শিক্ষার্থী ৫০ লাখ বই পাচ্ছে। সকালে মহানগরীর মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া বর্তমান সরকারের অঙ্গীকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগটি নিয়েছিলেন। সে জন্য তাকে ধন্যবাদ জানাই। এই উদ্যোগের ফলে আমাদের শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যবই পাচ্ছে। তিনি বলেন, আমার ইচ্ছা ছিলো-রাজশাহীর প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠানের উন্নয়ন করা৷ গতকাল বছরের শেষ দিন সেই ইচ্ছা পূরণ হয়েছে। এখন নগরীর কোথায় প্রতিষ্ঠানের জন্য প্রকল্প গ্রহণ করতে বাকি নেই। চলমান কাজগুলো ২০২০ সালেই শেষ হবে। এখন আমরা শিক্ষার মান উন্নয়নে কাজ করব। শিক্ষানগরীর শিক্ষা ব্যবস্থাকে আমরা সবার চেয়েই সেরা করব। এ জন্য সব সময় আমাম্র আন্তরিক প্রচেষ্টা থাকবে। রাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান কামরু ও রাজশাহী ডিনারীর ডীন বিলিয়ম সরদার। সভাপতিত্ব করেন মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারিয়া অলক মণ্ডল। এদিকে নগরীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক হামিদুল হক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোশাররফ হোসেন বাচ্চু। সভাপতিত্ব করেন অধ্যক্ষ সাইফুল হক। জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, চাহিদা অনুযায়ী প্রত্যেক স্কুলে গত ১০ ডিসেম্বরের মধ্যে নতুন বইয়ের সেট পাঠিয়ে দেওয়া হয়। বুধবার সকাল থেকে বই বিতরণ শুরু হয়েছে। এবার রাজশাহীতে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক স্তরে ১ লাখ ৮৩ হাজার ৩৮৩ শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ৪৫ লাখ ৮৪ হাজার নতুন বই বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রাজশাহীতে সরকারি স্কুল ৬টি, বেসরকারি স্কুল ৫৮৪টি ও মাদ্রাসা আছে ২০৩টি। এছাড়া ৩টি ইংরেজিমাধ্যম স্কুল রয়েছে। অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম জানান, রাজশাহী জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৪৯৬টি। শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ১১১ জন। তাদের মাঝে ১৪ লাখ ১১ হাজার ২৯৫টি নতুন বই বিতরণ করা হচ্ছে। এছাড়া প্রাক-প্রাথমিক পর্যায়ে একই সংখক শিক্ষার্থীর মাঝে ৪৭ হাজার ৩০টি নতুন বই বিতরণ হচ্ছে।
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।