১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

মেধাবী শিক্ষার্থীদের বিনা সুদে ঋণ দেবে সরকার

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, মেধাবী শিক্ষার্থীদের বিনা সুদে ঋণ দেয়ার কথা ভাবছে সরকার। যাতে অর্থাভাবে কোনো শিক্ষার্থীর লেখাপড়ায় বিঘ্ন না ঘটে, সে কারণেই সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
গত রোববার নরসিংদী ড্রিম হলিডে পার্কে মাধ্যমিক শিক্ষক পরিবার নরসিংদীর আয়োজনে এক শিক্ষক মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা, অধ্যক্ষ মো. হাবিবুর রহমান আকন্দ, অধ্যক্ষ সূর্যকান্ত দাস, অধ্যক্ষ মোহাম্মদ আলী, অধ্যক্ষ গোলাম মোস্তফা মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র, মাধ্যমিক শিক্ষক পরিবার নরসিংদীর আহ্বায়ক অধ্যক্ষ মো. নূর হোসেন ভূঞা, প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন নাজির প্রমুখ।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ