সর্বশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক:
নিরাপথ পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে ও সড়কের প্রসারে সকল ধরনের নিয়ম নীতি মেনে সওজ কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে। উচ্ছেদের পূর্বে সকল বাংলা ও ইংরেজি স্থানীয় জাতীয় দৈনিক পত্রিকায় দেওয়া হয়েছে গণবিজ্ঞপ্তি সকল সরকারি দপ্তরে দেওয়া হয়েছে চিঠি এমনকি তথ্য মন্ত্রণালয় থেকে করা হয়েছে মাইকিং তার পরেও অসাধু ব্যক্তি ও ভূমিদস্যুদের নানা অপকর্মে অনেক সময় বাধার মুখে পড়তে হচ্ছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষকে। তবে হাজার বাধা আসলেও তাদের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সওজ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্মসচিব মো. মাহবুবর রহমান ফারুকীর নেতৃত্বে প্রতিনিয়ত চলছে উচ্ছেদ অভিযান।
শহীদ এ এইচ এম কামরুজ্জামান চত্বর হতে নওহাটা ব্রিজ পর্যন্ত দশ কিলোমিটার সড়ক হবে ০৪ লেনে। সড়কটির বর্তমান পেডমেন্ট রেখে পূর্ব দিকে সম্প্রসারণ হবে একই সাথে সংযুক্ত হবে ড্রেন কাফ ফুটপাত সহ সর্বমোট ৮৫ ফুট চওড়া রাস্তা। উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে সড়কের উভয় পাশে অবৈধ দখলদার ও ভূমি দস্যুদের দাপটে মাঝেমধ্যে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে সড়ক ও জনপথের কর্মকর্তা ও কর্মচারীদের।
নগরীর বায়া মোড়ে একটি টিনের ঘরকে কেন্দ্র করে জনাব মোঃ ফজলুর রহমান ১১/১২/২০১৯ ইং তারিখে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী রাজশাহী বরাবর তার জমির সীমানা পরিমাপের জন্য অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে সড়ক ও জনপথের সার্ভেয়ারগন ও তার ব্যক্তিগত সার্ভেয়ারের পরিমাপে সীমানা পুনর্নির্ধারণ করা হয়। পরিমাপের পরে দেখা যায় তার সেই অবৈধ স্থাপনাটি সড়ক ও জনপথ এর মধ্যেই পড়ে যায় ফলে সে নিজ ইচ্ছায় তার সেই স্থাপনাটি সরিয়ে নেই এবং সে নির্বাহী প্রকৌশলী বরাবর জানান তার এই পরিমাপে আর কোন আপত্তি ও অভিযোগ নেই।
তবে কে বা কাহারা তার এই অভিযোগের ভিত্তিতে সড়ক ও জনপদের সার্ভেয়ার জনাব সোহাগ এর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে উচ্ছেদ অভিযান তথা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চালায় যা অত্যন্ত নিন্দা ও দুঃখজনক। সার্ভেয়ার সোহাগ মাদারল্যান্ড এর প্রতিবেদককে বলেন আমি সব সময় চেয়েছি রাস্তাটি রাইট অফ ওয়ে অর্থাৎ স্টেট করতে যদি আমি স্টেট না করে বাঁকা করতাম তাহলে রাস্তাটি সোজা না হয় বাঁকা হতো তাই স্টেট করতে গিয়েই ফজলুর রহমানের স্থাপনাটি ভাঙ্গা পড়েছে । তবে আমার সম্পর্কে কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করে তা অত্যন্ত দুঃখজনক। তিনি মিথ্যা সংবাদ প্রচার না করতে সকলকে অনুরোধ জানান এর সাথে সরকারের উন্নয়ন কর্মকান্ডকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।