১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

জেএসসি ও জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের রাসিক মেয়রের অভিনন্দন

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি : ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান মেয়র অভিনন্দন বার্তায় মেয়র উল্লেখ করেন, নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একাডেমিক অধ্যয়নের সোপান বেয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কৃতী শিক্ষার্থীরা। আশা করি আগামীতে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে তারা নিজেদের কাক্সিক্ষত লক্ষ্যে নিয়ে যেতে সক্ষম হবে। আমি তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ