১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।। মাদারল্যান্ড নিউজ

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: ২০২০ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম ‘বই উৎসবের’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে মাধ্যমিকের এক সেট পাঠ্যবই তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রাথমিকের এক সেট পাঠ্যবই তুলে দেন গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। একই সঙ্গে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। তিনি দুপুর ১টায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ও প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল উন্মুক্ত করা হবে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ