২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী বিভাগের সেরা উপজেলা চেয়ারম্যান লাভলু

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়েছেন এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু। তিনি রাজশাহীর বাঘা উপজেলা চেয়ারম্যান। প্রথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রোববার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়। এর আগে তাকে রাজশাহী জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেয়া হয়েছিল।
বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু বলেন, রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে তার নাম ওয়েবসাইডে প্রকাশ করা হয়েছে। এর আগে গত ২৪ ডিসেম্বর মৌখিক পরীক্ষা গ্রহন করা হয়েছিল বলে জানান।
রাজশাহী বিভাগের আটটি জেলায় ৬৬টি উপজেলা রয়েছে। এ সব উপজেলা চেয়ারম্যানদের মধ্যে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য সেরা চেয়ারম্যান বাছাই করা হয়।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ