২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

ফাঁস করতে চান না।। মাদারল্যান্ড নিউজ

মাদারল্যান্ড নিউজ ডেস্ক:বলিউড স্টার হার্টথ্রব নায়িকা দীপিকা পাড়–কোন অভিনয়ের গন্ডি পেরিয়ে প্রযোজনায় নাম লিখিয়েছেন। তার প্রযোজিত দ্বিতীয় ছবি ‘মহাভারত’। এর আগেও এ নিয়ে সিনেমা তৈরি হয়েছে বলিউডে। তবে এই মহাভারত হবে আলাদা ধাঁচের।কৃষ্ণ ছাড়া অসম্পূর্ণ সিনেমাটি। তাই ওই চরিত্রের জন্য অভিনেতা খুঁজছেন দীপিকা। প্রযোজক ও বলিউড অভিনেত্রী দীপিকা এ প্রসঙ্গে বলেন, এটি এখন প্রকাশ করতে চাচ্ছি না। এটি আমাদের পেছনের আলাপ। পেছনের কথা এখনই ফাঁস করতে চাই না।এ নিয়ে আমাদের অনেকের সঙ্গে কথা হচ্ছে। যেহেতু এখনও চ‚ড়ান্ত কিছু হয়নি। তাই আগে থেকে কিছু বলতে চাই না। শিগগিরই কৃষ্ণের খোঁজ পাওয়া যাবে। এটুকু বলতে পারি মহাভারতে দ্রৌপদীর ভ‚মিকায় দেখা যাবে দীপিকা পাড়–কোনকে। দ্রৌপদীর মুখ দিয়েই মহাভারতের কথা শোনাবেন দীপিকা। মূল চরিত্রে তো থাকছেনই, সেইসঙ্গে প্রযোজনার দায়িত্বও নিজেই সামলাবেন তিনি। সূত্র : এনডিটিভি।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ