১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী মেট্রোপলিটন ডিগ্রি কলেজের লাইব্রেরীয়ান, প্রতারনা মামলায় আটক।। মাদারল্যান্ড নিউজ

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি : রাজশাহী মেট্রোপলিটন ডিগ্রি কলেজের লাইব্রেরীয়ান মোঃ আবুল মাহফুজ মাজদার আহম্মেদ (৫০)কে প্রতারনা মামলায় আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার দুপুরে নগরীর উপ-শহর নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করে মহানগর সিআইডি। পরে ওই দিনই বিকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
আটককৃত মোঃ আবুল মাহফুজ মাজদার আহম্মেদ নগরীর বোয়ালিয়া থানাধিন উপ-শহর এলাকার মৃত আওরঙ্গজেবের ছেলে।
ভুক্তভোগী মোঃ আলমগীর হোসেনের দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে জানা যায়, গত ইং (২৬ এপ্রিল ২০১৮) সকাল সাড়ে ৮টার সময় ইনষ্টিটিউট ফর লাইব্রেরী এন্ড ইনফরমেশন স্টাডিজ (ইলিশ) এর ৪ খন্ডের ১০০ সেট বই ক্রয়ের জন্য মোঃ আবুল মাহফুজ মাজদার আহম্মেদকে ৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। কিন্তু তিনি টাকা তুলে বই ক্রয় না করে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করেন।
এ বিষয়ে তার সাথে বারবার ইলিশ প্রতিষ্ঠাটির প্রভাষক মোঃ আলমগীর হোসেন যোগাযোগ করলে বিভিন্ন রকম তালবাহানা করেন আবুল মাহফুজ মাজদার। এক পর্যায়ে প্রভাষক আলমগীর হোসেনকে হত্যার হুমকি দেয়। এবং পাল্টা ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। নইলে লোকজন পাঠিয়ে প্রতিষ্ঠান ভাংচুর ও বন্ধ করাসহ প্রতিষ্ঠানের সভাপতিকে গুলি করে হত্যা করার হুমকি প্রদান করেন প্রতারক মোঃ আবুল মাহফুজ মাজদার আহম্মদ।
পরে কোন উপায় না দেখে গত (২ ডিসেম্বর ২০১৯) তারিখে প্রতারনা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে প্রভাষক আলমগীর হোসেন বাদি হয়ে বোয়ালিয়া থানায় ৪০৬/৪২০/৩৮৫ ও ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় গত বুধবার (২৫ ডিসেম্বর) তাকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে সিআইডি।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ