২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীতে নামতে পারেনি ইউএস বাংলা বিমান ।। মাদারল্যান্ড নিউজ

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে রাজশাহীর হযরত শাহ্ মখদুম বিমানবন্দরে নামতে পারেনি ইউএস-বাংলার একটি ফ্লাইট। বৃহস্পতিবার সকাল ১০টায় ফ্লাইটটি অবতরণের কথা ছিল। কিন্তু রাজশাহীর আকাশে কয়েকবার চক্কর দিয়েও অবতরণ করতে পারেনি।
ওই ফ্লাইটে যাত্রীদের মধ্যে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও। তিনি তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাসও পোস্ট করেছেন। লিখেছেন- ‘চারবার চেস্টা করে রাজশাহীতে অবতরণ করতে না পেরে ঢাকায় ফেরত এসেছি’। তিনি জানান, ঘন কুয়াশার কারণে বিমানটি রাজশাহী বিমানবন্দরে ল্যান্ড করতে পারে নি।
এদিকে, রাজশাহীর হযরত শাহ্ মখদুম বিমান বন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, ইউএস-বাংলার বি-স্টার ১৬১৬ ফ্লাইটটির অবতরণের নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। কিন্তু ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে আকাশ। এরইমধ্যে ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি উড়াল দিয়ে রাজশাহীতে পৌঁছে। কুয়াশার কারণে অবতরণের সুযোগ পায় নি। কয়েক চক্কর দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত অববরণ করতে না পেরে ফিরে যায়।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ