১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

বাঘার ইট ভাটার মালিক আটক ।। মাদারল্যান্ড নিউজ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় ১৯ কোটি ৭০ লাখ টাকা ঋণের দায়ে ইটভাটার মালিক আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার তেপুকুরিয়া গ্রামে অবস্থিত চাইনা ইট ভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলাউদ্দিন উপজেলার তেপুকুরিয়া গ্রামের মৃত চেরমান মণ্ডলের ছেলে। তিনি ঢাকার মতিঝিল এলাকার মধুমতি ব্যাংক লি. থেকে ৫ বছর পূর্বে এই ঋণ গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে মাসিক কিস্তি হিসাবে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ তার নামে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তিনি নিয়মিত আদালতে হাজির না হওয়ায় তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়। সোমবার বিকালে তাকে গ্রেফতার করে পুলিশ। বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, আলাউদ্দিনের নামে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ