১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে জরিমানা ।। মাদারল্যান্ড নিউজ

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কমলেশ্বরদী গ্রামে ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে মো. তৈয়ব, মিজানুর রহমান, সবুর মোল্লা ও মো. আহাদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা যায়, গুড় ব্যবসায়ীরা নিজেদের বাড়িতে খেজুরের রসের সঙ্গে চিনি, আটা ও রং মিশিয়ে গুড় তৈরি করছিল। খবর পেয়ে থানা পুলিশের মাধ্যমে তাদের আটক করে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করা হয়।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ