১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

উন্নয়নের ধারা অব্যাহত রাখবে আ’লীগ: মেনন ।। মাদারল্যান্ড নিউজ

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল ঘিরে প্রত্যাশার কথা জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, আমাদের প্রত্যাশা তো একটাই।
সেটা হচ্ছে- দেশ ও জনগণের কাছে আওয়ামী লীগের যে কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্ট অনুযায়ী বাহাত্তরের সংবিধানের মূলনীতি অনুসারে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং উন্নয়নের ধারাকে সামনের দিকে নিয়ে যাওয়া। আমরা সেই প্রত্যাশাই করি। বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ।
রাশেদ খান মেনন বলেন, দেশের অনেক অগ্রগতি হয়েছে। সার্বিক সূচকে বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে। তবে দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। পাশাপাশি বৈষম্য কমিয়ে আনতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের এবারের জাতীয় কাউন্সিলে এই বিষয়গুলোর প্রতিফলন থাকবে বলে আমরা আশা করি।
এ সময় জাতীয় কাউন্সিল উপলক্ষে আওয়ামী লীগকে শুভকামনাও জানান আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এই শীর্ষ নেতা।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ