২১শে মে, ২০২৫ ইং, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

গভীর রাতে শীতার্ত মানুষদের মাঝে ছুটে গেলেন জেলা প্রশাসক এজেড এম নূরুল হক

ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ হাড় কাঁপানো কনকনে শীত ও ঠান্ডা বাতাস উপেক্ষা করে শীতার্ত মানুষদের মাঝে ছুটে গেলেন চাঁপাইনবাবগঞ্জ’র জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।বৃহস্পতিবার রাত ১০ঃ০০ টার পরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের কোচলা পাড়া ও তাল পুকুরের গুচ্ছ গ্রামে শীতার্ত মানুষদেরদেরকে নিজ হাতে কম্বল দিয়ে জড়িয়ে দেন স্থানীয় সরকারের এই জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। নূরুল হক শ্রেষ্ঠ জেলা প্রশাসক তা আবারো প্রমান করে দিলেন। সারা দেশে হাড় কাঁপানো কনকনে শীত নেমেছে, বইছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। পৌষের আগমনে সারা দেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ। শীতের পাশাপাশি ঘনকুয়াশা জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। সকল শীতার্ত মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবার আহবান জানিয়েছেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন শীতার্ত মানুষদের মাঝে এরই মাঝে বিভিন্নস্থানে কম্বল বিতরণ করেছেন। এদিকে ঢাকা আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ডিসেম্বরের শেষে রাজশাহী অঞ্চলে অন্তত একটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আগামী জানুয়ারিতে অন্তত তিনটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে দুটিই রূপ নিতে পারে তীব্র শৈত্যপ্রবাহে। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এছাড়াও ফেব্রুয়ারিতেও হানা দেবে অন্তত একটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ। এমতাবস্থায় চাঁপাইনবাবগঞ্জ এর শুধী সমাজের লোকজন জেলা প্রশাসক’র এজেডএম নূরুল হক’র এমন সুন্দর একটি উদ্যোগে, অভিনন্দন সাধুবাদ ও জেলা প্রশাসক সহ জেলা প্রশাসনের সকলের প্রশংসা করেন।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ