১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

নিজ বাড়িতে আদিবাসীদের নিয়ে সমাবেশ করলেন ফারুক চৌধুরী – মাদারল্যান্ড নিউজ

সোহেল রানা (ভ্রাম্যমাণ প্রতিনিধি):  দুই-দুইবার এর সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি বুধবার ১২ই ডিসেম্বর তার নিজ গ্রামের বাড়ি কলমা ইউনিয়নের চৈরখল গ্রামে  আদিবাসীদের নিয়ে নির্বাচনী সমাবেশ করেন। ওমর ফারুক চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় দেশের যে উন্নয়ন হয়েছে তা বলে শেষ করা যাবে না। স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট, বিদ্যুৎ এর উন্নয়ন হয়েছে। জনগণ ১০ টাকা কেজি চাল, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা সহ আরো অনেক কিছু পেয়েছে। ছাত্ররা  উপবৃত্তি সহ আরো অনেক সুবিধা পেয়েছে। তাই আওয়ামী লীগ সরকার  যদি  আবারো ক্ষমতায়  আসে তাহলে এ সমস্ত সুবিধা অব্যাহত থাকবে। শুধু তাই না বি এন পির আমলে আদিবাসীর যে অবস্থা ছিল আওয়ামী লীগ সরকারের আমলে তার থেকে এখন তারা হাজার গুনে ভালো আছে। এটা আপনারা নিজেই জানেন কারণ এখন আদিবাসীর সম্মান বেড়েছে তারা অনেক প্রতিষ্ঠানে চাকরি করে, আদিবাসীর ছেলে-মেয়ে স্কুলে লেখাপড়া করে। এমন একটি সময় ছিল আদিবাসীদেরকে মানুষ অবহেলা করেছে। এ সরকারের আমলে  আদিবাসীরা  আর পিছিয়ে নেই যুগের সাথে তাল মিলিয়ে আদিবাসীরা অনেক এগিয়ে গেছে। তাই উন্নয়নের  ধারা  অব্যাহত  রাখতে বাংলাদেশকে  বিশ্বের বুকে  একটি  শক্তিশালী দেশ হিসেবে পরিণত করতে এবং  ডিজিটাল বাংলাদেশ গড়তে আবারো একটি করে  নৌকায়  ভোট চান  আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১ নং কলমা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। আদিবাসী নেতা কামেল মাড্ডি। তানোর পৌর যুবলীগের দপ্তর সম্পাদক ও মাদারল্যান্ড নিউজ পত্রিকার সম্পাদক, চ্যানেল এস প্রতিনিধি মাহবুব আলম জুয়েল। মাদারল্যান্ড নিউজ পত্রিকার প্রকাশক হামিদুর চৌধুরী। এছাড়া এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষ ও সাংবাদিকবৃন্দ।

প্রকাশিত: মাদারল্যান্ড ডেস্ক।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ