১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

দেশে দারিদ্র্যের হার কমেছে ২০.৫ শতাংশ ।। মাদারল্যান্ড নিউজ

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, চলতি অর্থবছরে দেশে দারিদ্রের হার ২০.৫ শতাংশে নেমে এসেছে, সংখ্যায় যা ৩ কোটি ২৮ লাখ।
গতকাল মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) তথ্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আগের অর্থ বছরে দারিদ্র্যের হার ছিল ২১.৮ শতাংশ।
তিনি বলেন, হতদারিদ্র্যের হারও কমেছে। চলতি অর্থবছরে এই হার ১০.৫ শতাংশ যা আগের অর্থবছরে ছিল ১১.৩ শতাংশ।
এম এ মান্নান বলেন, দারিদ্র্যের হার কমে আসায় প্রধানমন্ত্রী খুশি। দেশের শ্রমিক, কৃষকসহ মেহনতি মানুষের অবদানের কারণে দারিদ্র্য কমেছে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ