২২শে মে, ২০২৫ ইং, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

পরিচ্ছন্নতা-কর্মীদের জন্য নির্মাণ করা হচ্ছে ৭৮৪ ফ্ল্যাট । মাদারল্যান্ড নিউজ

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৭৮৪টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ২০২১ সাল নাগাদ এর নির্মাণকাজ শেষ হলে তাদের এসব ফ্ল্যাট বুঝিয়ে দেয়া হবে।
গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘পরিচ্ছন্নতার যুদ্ধ’ আয়োজনে যোগ দিয়ে এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, আমি যখন শপথ নিই তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, তোমার প্রথম কাজ হচ্ছে পরিচ্ছন্নতা-কর্মী যারা আছে, তাদের জন্য আবাসনের বন্দোবস্ত করা। তাদের যেন বস্তিতে না থাকতে হয়। প্রধানমন্ত্রী বলেছিলেন, অন্তত তাদের জন্য দুইটা কক্ষ করবে। একটা পড়ার কক্ষ হবে, অন্যটাতে তারা থাকবে। বাথরুম, রান্নাঘর করে দিবে। নিচে স্কুল করে দিবে, যাতে তাদের বাচ্চারা পড়তে পারে।
ডিএনসিসি মেয়র বলেন, মিরপুরে আবাসন প্রকল্প শুরু করেছি। সেখানে ৭৮৪টি ফ্ল্যাট তৈরির কাজ চলছে। ২০২১ সাল নাগাদ ৭৮৪টি পরিবার ওই ফ্ল্যাটে উঠতে পারবে।
পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, এটি হচ্ছে আপনাদের জন্য পুরস্কার। আপনাদের কাজ কিন্তু আপনাদেরই করতে হবে। যার কাজ তাকেই করতে হবে।
এ সময় অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করানো হয়। উপস্থিত সকলকে পরিচ্ছন্নতার শপথ বাক্য পাঠ করান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ