১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

ফায়ার সার্ভিসে ডিজিটাল এল.ই.ডি ডিসপ্লে বোর্ড উদ্বোধন। মাদারল্যান্ড নিউজ

জামি রহমান,নিজস্ব প্রতিনিধি: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে ডিজিটাল এল.ই.ডি ডিসপ্লে বোর্ড উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় এই ডিসপ্লে বোর্ড উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে নবনিযুক্ত ফায়ার ফাইটার কোর্স সংখ্যা ৫৮ এর সাথে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকার পরিচালক (প্রশাসন ও অর্থ) ও যুগ্ম সচিব হাবিবুর রহমান।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুর রশিদ, সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম, স্টেশন অফিসার লতিফুর বারিসহ স্টেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. ফারুক।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ