২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীর ৮ উইকেটের বড় জয় .মাদারল্যান্ড নিউজ

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু বিপিএলে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল রাজশাহী রয়্যালস। ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় ম্যাচেও সিলেট থান্ডারের বিপক্ষে আট উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পদ্মাপাড়ের দলটি। দুই ম্যাচেই ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে দিয়েছেন ওপেনার লিটন দাস।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার দুপুর ২টায় শুরু হওয়া এই খেলায় রাজশাহী টস জিতে ব্যাটিংয়ে পাঠায় সিলেটকে। শুরুটা ভালো হলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৯১ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ে সিলেট।
টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারের জাজাইয়ের উইকেট হারিয়ে বাজে শুরু করে রাজশাহী। কিন্তু লিটন-আফিফের অসাধারণ ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে ওঠে সিলেট।
লিটন ২০ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংসে চারের মার ছিল ৭টি। এর আগের ম্যাচেও লিটন করেন ৩৯ রান। এ ছাড়া আফিফের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩০ রান। ৬ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন শোয়েব মালিক। ৫৫ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী।
সিলেটের হয়ে একটি করে উইকেট নেন নাঈম হাসান ও নাঈমুল হক।
এর আগে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে সিলেট থেমে যায় ৯১ রানে। সর্বোচ্চ ২০ রান করে আসে অধিনায়ক মোসাদ্দেক ও মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে। দুই ওপেনার রনি তালুকদার ১৯ ও জনসন চার্লস আউট হন ১৬ রান করে। জীবন মেন্ডিস ০ রান করে সাজঘরে ফেরেন। মিলনের ব্যাট থেকে আসেনি ১০ রানের বেশি। ৮৭ রানের মাথায় সিলেট তিন তিনটি উইকেট হারিয়ে ম্যাচ থেকে একবারে ছিটকে যায়।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন অলক কাপালী। দুটি করে উইকেট নেন ফরহাদ রেজা ও রবি বোপারা। একটি উইকেট নেন আন্দ্রে রাসেল।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ