১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

প্রবীন সাংবাদিক ফটিকের মৃত্যুতে মাদারল্যান্ড নিউজ পরিবারের শোক

জামি রহমান নিজস্ব প্রতিনিধি: দৈনিক সোনালী সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক ভোরেরপাতা পত্রিকার রাজশাহী ব্যুরো আনোয়ার আলম ফটিক আর নেই।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে রাজশাহীর মহানগরীর বালিয়া পুকুরের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। প্রবীণ সাংবাদিক আনোয়ারুল আলম ফটিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাদারল্যান্ড নিউজ অনলাইন নিউজ পোর্টলের পরিবারবর্গ।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর হঠাৎ করে ব্রেইন স্টোক করেন এই প্রবীণ সাংবাদিক আনোয়ারুল আলম ফটিক। এরপর তাকে পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দীর্ঘ দুই সপ্তাহ তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত দুদিন আগে তাকে রামেক হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়। আজ বৃহস্পতিবার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
এদিকে প্রবীন সাংবাদিক আনোয়ারুল আলম ফটিকের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক মহলের শোক প্রকাশ করা হয়েছে। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ