২২শে মে, ২০২৫ ইং, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীর পাটকল শ্রমিকরা আমরণ অনশন.মাদারল্যান্ড নিউজ

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি: দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালাবে রাজশাহীর পাটকল শ্রমিকরা। মজুরী কমিশন বাস্তবায়ন, বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবিতে গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে আমরণ অনশন করছেন রাজশাহী পাটকল শ্রমিকরা।
গতকাল মঙ্গলবার দুপুর ২টায় শ্রমিকরা পাটকলের গেটে অবস্থান নেয়। এরপর সেখান থেকে তারা আর উঠেননি।
রাজশাহী পাটকল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান জানান, কেন্দ্রীয় নেতারা দাবি পূরণের জন্য আলোচনায় বসেছিলেন। কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। এরপরই তারা অনশনে বসেন। তিনি আরো জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন চালাবেন।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ