২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

বিশ্বের সর্বকনিষ্ঠ নারী প্রধানমন্ত্রী সানা ম্যারিন . মাদারল্যান্ড নিউজ

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে কমবয়সী নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ফিনল্যান্ডের সানা ম্যারিন। ৩৪ বছর বয়সী এই নারী এখন উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডের তৃতীয় নারী হিসেবে সরকার প্রধানের দায়িত্ব পেয়েছেন।
গত রোববার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির এই নেতা। এর আগে দেশটির পরিবহন মন্ত্রী ছিলেন সানা।
গত ৩ ডিসেম্বর এক আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা অ্যান্তি রিনে। মাত্র ছয় মাস আগেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন রিনে। কিন্তু সম্প্রতি ডাকবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘট মোকাবিলায় ব্যর্থ হয়ে দলের আস্থা হারিয়ে ফেলেন তিনি। এরপর গত রোববার দলীয় নেতাদের মধ্যে ভোটাভুটিতে নির্বাচিত হন ম্যারিন।
নির্বাচিত হওয়ার পর ম্যারিন বলেন, ‘নতুন করে আস্থা তৈরি করতে অনেক কাজ করতে হবে আমাদের।’
মাত্র ২৭ বছর বয়সে ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে নিজ শহর ত্যামপেরের কাউন্সিল প্রধান হিসেবে নির্বাচিত হন ম্যারিন। এরপর দেশটির রাজনৈতিক অঙ্গনে দ্রুত উন্নতি করতে থাকেন তিনি। ইতোমধ্যে তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হওয়ার মাধ্যমে ইতিহাস গড়েছেন।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ