২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী রয়্যালসের লক্ষ্য দর্শকদের বিনোদন দেওয়া

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: জমকালো আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বিপিএলের পর্দা উঠেছে গতকাল রোববার। এবার শুরু হবে মাঠের লড়াই। আগামী বুধবার থেকে শুরু হবে খেলা। নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য হাতে বেশি সময় না পেলেও এখন তোড়জোড় করে প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। রাজশাহী রয়্যালস কোচ ওয়াইজ শাহ নিজেদের দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ভালো কিছু আশা করছেন। তাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলে দর্শকদের বিনোদন দেওয়া।
আজ সকাল থেকে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করে রাজশাহী। অনুশীলনের সময় নিজেদের দলকে ভারসাম্যপূর্ণ জানিয়ে রাজশাহী কোচ বলেন, ‘হ্যাঁ দল নিয়ে সন্তুষ্ট, অলরাউন্ডারদের মিশেলে ভালো ভারসাম্যপূর্ণ দল। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য যেমন হওয়া দরকার তেমনই হয়েছে।’
দলের সদস্যদের নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘টপ অর্ডারে হজরত উল্লাহ জাজাই, লিটন দাস বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটার, সঙ্গে দুর্দান্ত কিছু অলরাউন্ডার যেমন রবি বোপারা, আন্দ্রে রাসেল সব মিলিয়ে বেশ ভালো ভারসাম্য আমাদের দল। এখন দল কেমন করে সেটার দিকে তাকিয়ে। আশা করি টুর্নামেন্ট শুরুর আগে আগামী দুই-তিন দিন আমরা আরও গুছিয়ে উঠবো।’
অবশ্য রাজশাহী রয়্যালস বেশ ভারসাম্যপূর্ণ দলই গড়েছে। দেশীদের মধ্যে আছেন লিটন দাস, আফিফ হোসেন, ফরহাদ রেজা আর বিদেশীদের মধ্যে আছেন রবি বোপারা ও আন্দ্রে রাসেলের মতো টি-টোয়েন্টি ক্রিকেটের পরীক্ষিত ক্রিকেটাররা।
দলের লক্ষ্যের কথা বলতে গিয়ে কোচ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এখন রাউন্ড-রবিনে ভালো করে প্লে অফ নিশ্চিত করা। পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে শেষ করতে পারলে সেমি ফাইনাল, ফাইনাল নিয়ে চিন্তা করবো। আমি খুব উত্তেজিত জমজমাট ক্রিকেটের আশায়। টি-টোয়েন্টি ক্রিকেট মানেই জমজমাট কিছু, ব্যাটসম্যানরা ডোমিনেট করবে, পেসাররাও পাল্টা জবাব দিবে, অলরাউন্ডার পারফরম্যান্সও হবে। সব মিলিয়ে বিপিএলের দর্শকদের বিনোদন দিতে পারাটাই আমাদের মূল লক্ষ্য।’
রাজশাহী রয়্যালস : লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, মিনহাজুল আবেদীন আফ্রিদি ও নাহিদুল ইসলাম।
বিদেশি : মোহাম্মদ নওয়াজ, রবি বোপারা, হজরুতুল্লাহ জাজাই, ইরফান শুক্কুর, মোহাম্মদ ইরফান, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ