১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

পেট্রোবাংলার ১৪ তলায় আগুন

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের ১৪তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাদারল্যান্ড নিউজকে এরশাদ হোসেন বলেন, শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সকাল ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ